ওসমানী মেডিকেলে হামলা : আ. লীগ নেতার ভাতিজার আদালতে আত্মসমর্পণ

ওসমানী মেডিকেলে হামলা : আ. লীগ নেতার ভাতিজার আদালতে আত্মসমর্পণ

রয়েল ভিউ ডেস্ক:
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মো. আব্দুল্লাহ সোমবার (৮ আগস্ট) সকালে আদালতে আত্মসমর্পণ করেছেন। আব্দুল্লাহ সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা।

আদালতে তার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী। এর আগে হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার আরও চার আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলা ও এর আগের দিন দায়িত্ব পালনকালে এক নারী ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হবার প্রতিবাদে ওই রাত থেকে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে ধর্মঘটের ডাক দিয়ে তাদের সঙ্গে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঘটনার পর হামলায় জড়িত দুইজনকে পুলিশ গ্রেফতার করে। সেইসঙ্গে ছাত্রদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল ও কলেজ প্রশাসন দুইটি মামলা করে। দুটি মামলায় এজাহারনামীয় আটজনকে আসামি করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে অভিযুক্ত রাখা হয়।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ এবং মেডিকেল কলেজের পিএ-টু প্রিন্সিপাল ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুল রশিদ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

দুই মামলার আসামিরা হলেন, দিব্য, আব্দুল্লাহ, এহসান, মামুন, সাজন, সুজন, সামি ও সাঈদ হাসান রাব্বি। তাদের মধ্যে সাঈদ হাসান রাব্বি ও এহসান আহমদকে ঘটনার পর গ্রেফতার করে পুলিশ।