ওসমানীতে নিরাপত্তাকর্মীর হামলায় কর্মরত আনসার আহত

ওসমানীতে নিরাপত্তাকর্মীর হামলায় কর্মরত আনসার আহত

রয়েল ভিউ ডেস্ক:

সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর হামলায় কর্মরত আনসার প্লাটুন কমান্ডার তাহের গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার  দুপুরে এ ঘটনা ঘটে। আহত তাহেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘শুনেছি, বিমানবন্দরের প্রধান ফটকে বাগবিতণ্ডা নিয়ে তাহের নামের আনসারের এক কমান্ডার আহত হয়ে হাসপাতালে আছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, বিমানবন্দরের কনকোর্স হলে নিরাপত্তাকর্মী ইসমাইল অবৈধ সুবিধা নিয়ে দর্শনার্থী প্রবেশ করতে চেয়েছিলেন। এ সময় কর্মরত আনসার প্লাটুন কমান্ডার তাহের তাকে বাধা দেন। এরপর তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মী ইসমাইল আনসার প্লাটুন কমান্ডার তাহেরের মাথায় ওয়াকিটকি দিয়ে আঘাত করেন। এতে তাহের গুরুতর যখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আহত আনসার সদস্যকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথায় পাঁচটি সেলাই করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, এ মারামারি চলাকালে আন্তর্জাতিক রুটের সাধারণ যাত্রীরা প্রায় এক ঘণ্টাব্যাপী হেনস্তার শিকার হন।