ওসমানীনগরে সিলেট উইমেন্স মেডিকেলের ত্রাণসামগ্রী বিতরণ

ওসমানীনগরে সিলেট উইমেন্স মেডিকেলের ত্রাণসামগ্রী বিতরণ

বন্যাদুর্গত মানুষের মাঝে ধারাবাহিক ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের সুরিকোনা গ্রামে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া বিকেলে উপজেলার দয়ামীর ইউনিয়নের পারকুল মাদরাসা ও খন্দকারবাজারে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ড. ওয়ালী তছর উদ্দীন এমবিই, পরিচালক প্রফেসর ডাঃ আজির উদ্দীন আহমদ, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাহিদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, মোঃ মুহিব হাসান, মিজানুর রহমান, জুয়েল আহমদ, এনামুল ইসলাম হিরা মেম্বার, আফজারুল হক মেম্বার, সেবুল মিয়া মেম্বার, তাজুল ইসলাম ও মাহমুদ হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ২৫ লক্ষ টাকার ত্রাণ তহবিল গঠন করেছে উইমেন্স মেডিকেল কলেজ। এ তহবিলে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের টাকা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উইমেন্স মেডিকেল কলেজের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি