কে এই এডিসি হারুন!

কে এই এডিসি হারুন!

রয়েল ভিউ ডেস্ক :

রাজাধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংর্ঘষ চলাকালে পুলিশের এক সদস্যকে রমনা জোনের এডিসি হারুন অর রশিদ থাপ্পড় মারার ঘটনা নিয়ে চলছে আলোচনা। 

সোমবার রাতের ওই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা বিব্রত বলে জানা গেছে।

ঘটনার মূল উদঘাটনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন বরে জানা গেছে। 

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি দেখা হয়েছে আমাদের। পুলিশ কনস্টেবলকে এভাবে থাপ্পড় মারা ঠিক হয়নি এডিসি হারুনের। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আমরা বিব্রত হয়েছি। তদন্তে প্রমাণ হলে এডিসিকে প্রত্যাহার করে নেয়া হবে। 

তিনি আরো বলেন, নিউমার্কেট ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পেছনে অনেকে কলকাঠি নেড়েছেন সে বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। যাদের শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ঘটনার সুত্রপাত যে দোকান থেকে সেই বিষয়েও তদন্ত চলছে। সিসি ফুটেজে ছাত্রলীগের যেসব কর্মী মারামারি করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।  ভিডিওতে দেখা গেছে, পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ এক পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারছেন। ওই পুলিশ কর্মকর্তার এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন অনেকে।

ঢাকা কলেজ ছাত্ররা জানান, নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সদস্যদের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুন অর রশিদ। এ সময় ‘গুলি শেষ হয়ে গেছে’ বলায় ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন তিনি। 

এ ঘটনায় পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।