কাজিটুলা এলাকায় ব্যবসায়ীর বাসা ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল জব্দ

কাজিটুলা এলাকায় ব্যবসায়ীর বাসা ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল জব্দ

রয়েল ভিউ ডেস্ক :
সিলেটের সয়াবিন মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। গতকাল বুধবার  সিলেট নগরীর কাজিটুলা এলাকার কামাল আহমদ নামে এক ব্যবসায়ীর বাসা থেকে ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
 
জব্দকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি ও সাধারণ মানুষের কাছে বিক্রি করে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার।  এর আগের দিন কালিঘাট এলাকার মাহির ব্রাদার্স নামের একটি দোকানের গুদাম থেকে আরো ৫ হাজার লিটার সয়াবিন উদ্ধার করা হয়েছিলো। পরে সাধারণ ক্রেতাদের মধ্যে সয়াবিনের বোতলের গায়ের মুল্যে বিক্রি করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, গত মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় ‘কামাল বাদ্রার্স’ দোকানটি তালাবদ্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র‌্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদের বিষয়টি নিশ্চিত হয়ে প্রতিষ্ঠানটির মালিকের বাসায় অভিযান চালালে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়।
তিনি আরো বলেন, ‘কামাল ব্রাদার্স’র মালিক সয়াবিন তেল তার দুই বাসায় মজুদ করে রাখেন এবং আগের দামের কেনা সয়াবিন নতুন দামে বিক্রি করতে থাকেন।
শ্যামল পুরকায়স্থ আরো বলেন, আমরা খবর পেয়েছি কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এমন খবরে নগরজুড়ে অভিযান চালাচ্ছি। লালদিঘীর পাড় এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়। 
এদিকে, নায্যমুল্যে সয়াবিন বিক্রির খবর পেয়ে বিপুল সংখ্যক সাধারণ ক্রেতা কাজীটুলা এলাকায় ভিড় করেন। তারা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে সয়াবিন সংগ্রহ করেন। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সুশৃংখলভাবে সয়াবিন সংগ্রহ করতে সাধারণ ক্রেতাদের সহযোগিতা করতে দেখা যায়। 
এর আগে মঙ্গলবার দিনভর নগরের কালিঘাট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে কালিঘাটে মাহের ব্রাদার্স নামক দোকানের গুদামে মজুদ করে রাখা ৫ টন সয়াবিন তেল উদ্ধার করে। এরপর অধিপ্তরের কর্মকর্তারা দাঁড়িয়ে থেকেই বিভিন্ন দোকানি ও সাধারণ মানুষের কাছে এগুলো আগের দামে বিক্রি করা হয়।
উল্লেখ্য, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয় গত ৫ মে। দাম বৃদ্ধিতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে। আর সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। আগে এর দাম ছিল প্রায় ৭৬০ টাকা।