কূটনীতিকদের বাড়তি প্রটোকল  বাতিল, যা বললো যুক্তরাষ্ট্র

কূটনীতিকদের বাড়তি প্রটোকল  বাতিল, যা বললো যুক্তরাষ্ট্র

রয়েল ভিউ ডেস্ক: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বিশেষ নিরাপত্তা বাতিল করছে সরকার। সোমবার এ প্রটোকল বাতিলের কথা প্রকাশ্যে আসে। দেশের পরিবেশ শান্ত থাকায় বাড়তি এই সুবিধার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারি খরচে (জনগণের ট্যাক্সের টাকায়) বিদেশি কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা (এসকর্ট) দেওয়া হবে না। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে অনেক ভালো আছে। তাছাড়া কোনো দেশেই বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না। তবে বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।’

তবে কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ায় আপত্তি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ আপত্তির কথা জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

এক প্রশ্নের জবাবে তিনি, ‘আমি মার্কিন দূতাবাস বা এর কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিশদ বিবরণে প্রবেশ করতে যাচ্ছি না। ভিয়েনা কনভেনশন অনুসারে, যেকোনো স্বাগতিক দেশকে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন ওপর যেকোনো আক্রমণ প্রতিরোধে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।’