কতিপয় প্রবাসীর বাধার মুখে ‘মনে রাইখো, শামীম ওসমান’

কতিপয় প্রবাসীর বাধার মুখে ‘মনে রাইখো, শামীম ওসমান’

রয়েল ভিউ ডেস্ক: আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বুধবার যুক্তরাষ্ট্র সফরে। সেখানে গিয়ে বিএনপি সমর্থিত কতিপয় প্রবাসীর বাধার মুখে পড়েন।

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেছেন— ‘মনে রাইখো, আমার নাম শামীম ওসমান’।

এ ঘটনাটি বৃহস্পতিবার ঘটে। যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের এমন বক্তব্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শামীম ওসমান সস্ত্রীক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান।

ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় কালো রঙের একটি গাড়ি থেকে নামছেন শামীম ওসমান। এ সময় তাকে দেখে কয়েকজন বাংলাদেশি উদ্দেশ্যমূলকভাবে ‘ভুয়া’, ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন।

পরে গাড়ি থেকে নেমে স্লোগান দেওয়া ব্যক্তিদের ডেকে কথা বলেন শামীম ওসমান। এ সময় স্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে শামীম ওসমানের সঙ্গে থাকা ব্যক্তিদের কিছুটা কথা কাটাকাটি হয়।

স্লোগান দেওয়া ব্যক্তিদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘মনে রাইখো, আমার নাম শামীম ওসমান।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওইটা জানি, আপনারে চিনি।’

এর পর আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তুমি আমেরিকায় থেকে মনে কইরো না আমেরিকার সব তোমার। তুমি আমেরিকা যখন চিনো না, তোমার ফোর্স যে পর্যন্ত নাই, তার চেয়ে হাজার গুণে ফোর্স কিন্তু আমার আছে।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওগুলো সব মানি, বিশ্বাস করি।’

এর পর শামীম ওসমানকে বারবার বলতে শোনা যায়, ‘কথা শেষ’। এর পরও ওই ব্যক্তি কথা বলতে থাকলে নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘তুমি খুশি হইছ?’। জবাবে ওই ব্যক্তি বলেন, ‘জি, খুশি হইছি।’

এর পর শামীম ওসমান বলেন, ‘তুমি খুশি হইছ, আমিও খুশি হইছি। আমি খুশি হইছি এ কারণে যে, তোমার বাবা-মা তোমাকে সঠিক শিক্ষা দেয় নাই!’