কানাইঘাটে আওয়ামী লীগ নেতা  নুর উদ্দিনের দাফন সম্পন্ন

কানাইঘাটে আওয়ামী লীগ নেতা  নুর উদ্দিনের দাফন সম্পন্ন

কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি বাটইশাইল গ্রাম নিবাসী এলাকার পঞ্চায়েত মুরুব্বি, কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকীর পিতা নুর উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর স্থানীয় উমরগঞ্জ ইমদাদুল উলূম মাদ্রাসা মাঠে নুর উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে নুর উদ্দিনের লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। 

জানাজার নামাজের পূর্বে নুর উদ্দিনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, উমরগঞ্জ এমদাদুল উলূম মাদ্রাসার মুহতমিম হাফিজ মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা সামছুল হুদা।
পারিবারিক সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বি সমাজসেবী নুর উদ্দিন।  সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এলাকার প্রবীণ মুরুব্বি আওয়ামী লীগ নেতা নুর উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সান্ত¦না দেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। 
কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকীর পিতা কানাইঘাট সদর ইউপির বাটইশাইল গ্রাম নিবাসী এলাকার পঞ্চায়েত মুরুব্বি সমাজসেবী নূর উদ্দিনের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ।