কানাইঘাটে বন্যার্তদের চিকিৎসা সেবায় মোবাইল মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

কানাইঘাটে বন্যার্তদের চিকিৎসা সেবায় মোবাইল মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যার্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে মোবাইল মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বড়চতুল ইউপির পর্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন্ত ব্যানার্জি। 

বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এবং রেড-ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশের সার্বিক তত্বাবধায়নে কানাইঘাটে মোবাইল মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার প্রত্যেকটি বন্যা কবলিত এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হবে। 

এ সময় বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল আহমদ, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফয়েজ উল্লাহ প্রমুখ। চিকিৎসা সেবায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমাংশু পাল সহ রেড-ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমন্ত ব্যানার্জি বলেন, সরকারের পাশাপাশি রেড-ক্রিসেন্ট সোসাইটির মত বিশাল সংস্থা কানাইঘাটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারী ভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে এবং বিতরণ করা হচ্ছে। 
বিশেষ অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, বন্যা পরবর্তী বর্তমান এই সময়ে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগ বন্যার্ত মানুষের মাঝে দেখা দিতে পারে। প্রত্যেক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মোবাইল মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে।  
 মোবাইল মেডিকেল ক্যাম্পে নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবাসহ প্রত্যেকের হাতে পানি বিশুদ্ধ করণের ট্যাবলেট তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি