কানাডায় একটি বাড়ি কিনতে সময় লাগে অন্তত ২৭-৩০ বছর!

কানাডায় একটি বাড়ি কিনতে সময় লাগে অন্তত ২৭-৩০ বছর!

রয়েল ভিউ ডেস্ক :
বিশ্বে বিলাসবহুল শহরগুলোর তালিকায় কানাডার একাধিক শহরের নাম আসে। দিনদিন দেশটিতে গৃহায়ন প্রকল্প আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। একটি সমীক্ষায় দেখা গেছে, কানাডার মূল শহরগুলোতে ডাউন পেমেন্টের আওতায় বা অর্থ জমিয়ে একটি বাড়ি কিনতে একজন ক্রেতার লেগে যায় ২৭-৩০ বছর পর্যন্ত। খবর বিবিসির।

সম্প্রতি কানাডার নির্বাচনকে সামনে রেখে দেশটির গৃহায়ন প্রল্পের এই দুর্দশা আরও স্পষ্ট হয়ে উঠছে। কানাডার টরেন্টো শহরে দু’টি বেডরুম এবং একটি বাথরুমসহ ছোট একটি বাড়ির দাম পড়ে ১ লাখ মার্কিন ডলারেরও বেশি। স্থান ভেদে এ সংখ্যা আরও বাড়ে।

সে হিসেবে কোনো নাগরিক আয়ের ১০ শতাংশ করে মাসে মাসে জমালেও টরেন্টোতে একটি বাড়ি কিনতে ২৬ বছরেরও বেশি সময় লাগবে। অন্যদিকে ভ্যানকুভার শহরে একইভাবে বাড়ি কিনতে একজন সাধারণ নাগরিকের লাগবে ৩৪ বছর।

জি৭ জোটের অন্তর্ভুক্ত যে কোনও দেশের তুলনায় কানাডায় নাগরিকের আয়ের তুলনায় বাড়ির দাম অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বাড়তে থাকা জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বসতবাড়ির সংখ্যা বাড়ানো যাচ্ছে না। তবে নির্বাচনের সময়কালীন এ নিয়ে বিতর্ক বেড়েছে আরও কয়েকগুণে।

এ সমস্যার কোনও সমাধানে এখনও আসতে পারেননি সংশ্লিষ্টরা। তবে কানাডার নাগরিকদের দাবি, দ্রুতই এর একটি সমাধান হোক। নিজের দেশে পছন্দের শহরে স্বপ্নের একটি বাড়ি চান সবাই।