কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৬০ তম সাহিত্য আসর 

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৬০ তম সাহিত্য আসর 

সাংবাদিক ও ছড়াকার সৈয়দ নাসির আহমদ বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমার অনেক স্মৃতিবিজড়িত ও আবেগের জায়গা। প্রবাসে থাকায় এই আসরে আসা হয় না বললেই চলে। কিন্তু প্রবাসের যুদ্ধমুখর জীবনে সাহিত্য আসরের পুরনো দিনগুলো মিস করি। 
 বৃহস্পতিবার বাদ মাগরিব কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ১১৬০তম সাহিত্য আসরে প্রধান আলোচকের  বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আসরের সাথে আমাদের সম্পৃক্ততা আরও বাড়ানো দরকার। 

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে ও কামাল আহমদের পরিচালনায় আসরে লেখাপাঠের উপর আলোচনা করেন কবি বাসিত ইবনে হাবিব ও হুসাইন ফাহিম। আসরে স্বরচিত লেখাপাঠ করেন জুবায়ের আহমদ সার্জন, চৌধুরী আশিক, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, সেলিনা আক্তার, রাকিব আলী, সিরাজুল হক, আমেনা শহীদ চৌধুরী মান্না, ছয়ফুল আলম পারুল, সৈয়দ কামরুল হাসান ও কবির আশরাফ। গান পরিবেশন করেন কোবাদ বখত রুবেল, বাহাউদ্দিন বাহার, বিমান বিহারি বিশ্বাস। আসরের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন চৌধুরী আশিক। বিজ্ঞপ্তি