কবি দিলওয়ারের লেখায় সাধারণ  মানুষের মুক্তির আকাঙ্খা ফুটে উঠেছে

কবি দিলওয়ারের লেখায় সাধারণ  মানুষের মুক্তির আকাঙ্খা ফুটে উঠেছে

জন্ম বার্ষিকীতে সাইক্লোনের আলোচনা সভা

‘কবি দিলওয়ারের লেখায় সাধারণ মানুষের মুক্তির আকাঙ্খা ফুটে উঠেছে এবং কবি চেয়েছেন গণমানুষের মুক্তির পথ রচনা করতে। পৃথিবীর সকল নির্যাতিত-নিষ্পেষিত মানুষের মুক্তি চেয়েছেন তিনি। তাই, তিনি দেশকালের সীমানা ভেদ করে নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে ঘোষণা করেছেন।’

কবি দিলওয়ারের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২২৮ তম সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন। 

ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী কম্যুনিটি নেতা, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র প্রচার সম্পাদক সুফি সুহেল আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তরুণ গল্পকার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ এবং আলোচনায় অংশ নেন লেখক সাংবাদিক সেলিম আউয়াল, কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট আব্দুল মুকিত অপি, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম, রোটারি ক্লাবের এসিসট্যান্ট গভর্ণর রোটারিয়ান আবদুল মুহিত দিদার, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবদুস শহিদ।-বিজ্ঞপ্তি