কবি দেলোয়ার মুহাম্মদ প্রতিশ্রুতিশীল কবি ও দক্ষ সংগঠক ছিলেন

কবি দেলোয়ার মুহাম্মদ প্রতিশ্রুতিশীল কবি ও দক্ষ সংগঠক ছিলেন

‘কবি দেলোয়ার মুহাম্মদ একজন প্রতিশ্রুতিশীল কবি ও দক্ষ সংগঠক ছিলেন। বিশেষ করে সাহিত্য আন্দোলনে তার তৎপরতা তার সতীর্থরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন।’

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে তরুণ কবি ও সাহিত্যসংগঠক দেলোয়ার মুহাম্মদ স্মরণসভায় মুখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী একথা বলেন। গত সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬২তম সাহিত্য আসরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি সালেহ আহমদ খসরু। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর ডা. মো. মাশুকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সাইক্লোনের সাবেক সভাপতি জাবেদ আহমদ, সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী, আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু, কবি সরওয়ার ফারুকী, কবি হেলাল নির্ঝর। স্বাগত বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল।

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন ক্যালিগ্রাফার জাহেদ হোসাইন রাহীন, সাংবাদিক নূরুল ইসলাম, শিক্ষক-কবি নাছরিন সুলতানা, চিত্রশিল্পী কবির আশরাফ, সাংবাদিক এমরান ফয়সল, পোয়েটসপিডিয়া’র আহবায়ক রিপন আহমদ, কবি কামাল আহমদ, শেখ জাহিদ হাসান, এস.এম.ফাহিম। লেখাপাঠে অংশ নেন, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, শিল্পী কুবাদ চৌধুরী রুবেল, প্রবীণলেখক মকসুদ আহমদ লাল, রাকিব আলী।-বিজ্ঞপ্তি