কোম্পানীগঞ্জে আনসার ও  ভিডিপি উপজেলা সমাবেশ

কোম্পানীগঞ্জে আনসার ও  ভিডিপি উপজেলা সমাবেশ

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. ফয়সাল হোসেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহমুদুল হক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল হক, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর শিকদার প্রমুখ।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন দলনেতা আবু হানিফ আজাদ ও ভিডিপি সদস্য ও প্রাথমিক সহকারী শিক্ষিকা সালমা আক্তারের যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম। সমাবেশে ইউনিয়ন দলনেতারা তাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। 
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভিডিপি সদস্য বদরুজ্জামান। 
পরে বিশেষ অবদানের জন্য বাহিনীর ১৯ সদস্যের হাতে ছাতা ও প্লেট এবং ৩৫ জনের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।