কোম্পানীগঞ্জে ইয়ুথ ইন ক্লাইমেট  এ্যাকশন প্রকল্পের অবহিতকরণ সভা

কোম্পানীগঞ্জে ইয়ুথ ইন ক্লাইমেট  এ্যাকশন প্রকল্পের অবহিতকরণ সভা

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : এফআইভিডিবি'র বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় কোম্পানীগঞ্জে ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
প্রজেক্ট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম মনজুরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাজী জিয়াদ আলী ও আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার, সাংবাদিক সোহরাব হোসেন, ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের প্রজেক্ট সুপারভাইজার আবু বকর শিকদার, ক্যাম্পেইন মবিলাইজার মো. আবু বকর সিদ্দিক ও সোলেমান কোয়েদা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুরিয়া আক্তার নিশা, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ, ইউপি সচিব মনিরুল ইসলাম, সমীরণ চন্দ্র ও নাসির উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন এফআইভিডিবি সূচনার ইউনিয়ন কো-অর্ডিনেটর মুরাদ আল হোসেন প্রমুখ।