কোম্পানীগঞ্জে খামারিদের মধ্যে ভেড়া,  ভিটামিন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ

কোম্পানীগঞ্জে খামারিদের মধ্যে ভেড়া,  ভিটামিন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে পৃথক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ভেড়া ও মহিষ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মধ্যে গবাদিপশুর ভিটামিন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কোম্পানীগঞ্জ প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এসব বিতরণ করা হয়। 
হাসপাতাল সূত্র জানায়, মহিষ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫০ জন খামারিকে ভিটামিন ও কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। পৃথক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মধ্যে মৃত ভেড়ার রিপ্লেসমেন্ট হিসেবে ১৮টি ভেড়া প্রদান করা হয়। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাবিদ হাসনাইন এর পরিচালনায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার কামরুল ইসলাম।