কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা

রয়েল ভিউ ডেস্ক :
কোম্পানীগঞ্জের ধলাই নদে ইজারাবিহীন বালুমহাল থেকে বালু তোলার খবরে টাস্কফোর্সের অভিযান হয়েছে। ধলাই নদ তীরবর্তী ঢালারপাড়ে বালু তোলার সময় আটক হয়েছেন দশজন বালুর কারবারি। পরে তাঁদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘণ্টার টাস্কফোর্সের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য অভিযানে নেতৃত্ব দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন জানায়, ধলাই নদের তিনটি বালুমহালের মধ্যে এ বছর একটি ইজারা দেওয়া হয়েছে। বাকি দুটি ইজারাবহির্ভূত। ইজারাধীন বালুমহাল ছেড়ে অন্য জায়গা থেকে বালু তোলার খবরে ইউএনওর নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল ধলাই নদে তাৎক্ষণিক অভিযান চালায়।
অভিযানে ধলাই নদের তীরবর্তী ঢালারপাড় এলাকা থেকে দশজন বালু ব্যবসায়ীসহ বালুবোঝাই নৌযান জব্দ করা হয়। এ সময় যন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ কাজে যুক্ত দশজনকে আটক করে ধলাই নদের তীরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
টাস্কফোর্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এর আগে গত ১০ জুন ধলাই নদের ধলাই সেতু এলাকায় টাস্কফোর্সের অভিযান হয়েছিল।তখন সেতুর গোড়া থেকে বালু উত্তোলন করছিল একটি চক্র। দিনব্যাপী ওই অভিযানে হাতেনাতে ৯ জনকে আটক করে টাস্কফোর্স। এর মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল।
ইউএনও সুমন আচার্য বলেন, ধলাই নদের তীর অরক্ষিত হয়ে পড়ার আশঙ্কাসহ পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় তিনটি বালুমহালের মধ্যে দুটোর ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কিন্তু বালু ব্যবসায়ীরা সেটি মানছেন না। অবৈধ এই তৎপরতায় মৌসুমের শুরুতেই অভিযান চালানো হয়েছিল। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান চলবে।বে, মানতে হবে ১০ নির্দেশনা