কোম্পানীগঞ্জে তথ্য অফিসের  কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে তথ্য অফিসের  কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলায় তথ্য অফিসের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের পরিচালক উজ্জ্বল শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। 

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার ফাতেহা রেজওয়ানা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আজিজ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা নুর উদ্দিন, মাওলানা আমিরুল ইসলাম, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ। কর্মশালায় শিশুর বিকাশ, অটিজম, নিরাপদ মাতৃত্ব, জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক প্রতিরোধ এবং নিরাপদ সড়কসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।