কোম্পানীগঞ্জে মাছ ধরতে  গিয়ে জেলে নিখোঁজ

কোম্পানীগঞ্জে মাছ ধরতে  গিয়ে জেলে নিখোঁজ

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে। রোববার বেলা ১টার দিকে উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া এলাকায় নিখোঁজের ঘটনাটি ঘটে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। 
নিখোঁজ ব্যক্তি হোরন মিয়া (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার পুত্র। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১টার দিকে দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন মিয়া। পরবর্তীতে আর ওঠে আসে নি। প্রত্যক্ষদর্শী এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খরব পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ করা হচ্ছিল। 
ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার এএসআই মোফাজ্জল হোসেন জানান, হোরন মিয়া একজন মৃগী রোগী। মাছ ধরতে ডুব দিয়ে আর ওঠে আসেনি। স্থানীয়রা সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালান। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসে। তারা রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তার খোঁজ পায়নি। 
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম জানান, নিহত হোরন মাছ বিক্রি করে সংসার চালান। তার ছোট ছোট দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিখোঁজ ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিল। মাছ ধরার সময় খিঁচুনি ওঠে থাকতে পারে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খোঁজে পায়নি। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চলবে।