কোম্পানীগঞ্জে যৌথ সম্পত্তি  অগোচরে বিক্রির অভিযোগ

কোম্পানীগঞ্জে যৌথ সম্পত্তি  অগোচরে বিক্রির অভিযোগ

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে আদালতের নির্দেশনা অমান্য করে পারিবারিক যৌথ সম্পত্তি দখল ও বিক্রির অভিযোগ এনেছেন কোম্পানীগঞ্জ গ্রামের আব্দুল হক (৩৯)। এ বিষয়ে প্রতিকারের আশায় মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগে আপন ভাবী, ছোট ভাই ও ভাতিজাকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- আব্দুল হকের প্রয়াত ভাই আব্দুল আলীর স্ত্রী হালিমা বেগম (৪০), ছোট ভাই রুয়েল মিয়া (৩২) ও ভাতিজা রিশদ আহমেদ রনি (১৮)। অজ্ঞাত বিবাদী করা হয়েছে আরও ৪-৫ জনকে।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা পরিবারের সকলের অগোচরে গত রোববার রাতের আঁধারে তাদের যৌথ সম্পত্তি থেকে দুটি ক্রাশার মেশিন ১৬ লক্ষ টাকায় বিক্রি করে। কলাবাড়ি গ্রামে স্থাপিত শাহ আনোয়ার আলী স্টোন ক্রাশার মিল থেকে মেশিন দুটি বিক্রি করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শাহ আনোয়ার আলী স্টোন ক্রাশার মিলে তাদের প্রায় সাড়ে ৪ কোটি টাকার পাথর স্টক রয়েছে। এই মিল এবং পাথর তাদের পরিবারের যৌথ সম্পত্তি। বিবাদীরা এই যৌথ সম্পত্তি থেকে পরিবারের অন্য সদস্যদের বঞ্চিত করতে অপচেষ্টা চালায়। এ কারণে আব্দুল হকের মা খয়রুন নেছা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশকে নির্দেশ করেন। বিবাদীরা আদালতের নির্দেশনা না মেনে গত রোববার কাউকে না জানিয়ে যৌথ সম্পত্তির অংশ থেকে দুটি ক্রাশিং মেশিন বিক্রি করেন। অভিযুক্ত হালিমা বেগম ক্রাশার মেশিন বিক্রির সত্যতা স্বীকার করলেও এটি তাদের যৌথ সম্পত্তি নয় বলে দাবি করেন। তিনি বলেন, এই সম্পত্তি তার প্রয়াত স্বামী আব্দুল আলীর একান্ত নিজস্ব সম্পত্তি। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছেন। প্রাথমিক তদন্তে মেশিন বিক্রির সত্যতা মিলেছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।