কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  ডা: হিমাংশু লাল রায়  

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  ডা: হিমাংশু লাল রায়  

স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হিমাংশু লাল রায় গত রোববার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পানিবন্দি অবস্থায় সেখানে কর্মরত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি এসময় স্বাস্থ্য  কমপ্লেক্সে  অবস্থানরত পার্শবর্তী কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক বন্যার্ত মানুষের খোঁজ খবর নেন। এই সময় তিনি বন্যার্ত মানুষের সাথে কথা বলেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান আপনাদের যতদিন পর্যন্ত পানি না কমে ততদিন পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং পানি কমার সাথে সাথে অনেক রোগ দেখা দিবে এই সময় আপনারা  স্বাস্থ্য  কমপ্লেক্সে এসে স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন।

ডা: হিমাংশু লাল রায় কর্মরত ডাক্তার ও  স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন , আপনারা এই ভয়াবহ বন্যার মধ্যে ও স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে অসহায় মানুষদের যে সেবা দিয়ে যাচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক স্বাস্থ্য ডা: নুরে আলম শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকতা ডা: কামরুজ্জামান,স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির  চেয়ারম্যান এম গৌছ আহমদ চৌধুরী,ইউনিসেফ এর প্রতিনিধি ডা: নবজ্যোতি দেব,ও মেডিক্যাল অফিসার ডা: সিদু সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি