কোম্পানীগঞ্জের সতের কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীরা বসল বৃত্তি পরীক্ষায়

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কোম্পানীগঞ্জের ১৭টি কিন্ডারগার্টেনের চার শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নিয়েছে। শুক্রবার শহীদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষায় শিক্ষার্থীরা গণিত বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিয়েছে। আগামীকাল বাংলা ও ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আব্দুল লতিফ। হল সুপার ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি নৃপেন্দ্র নাথ বর্মন, সহকারী হল সুপার ছিলেন সিনিয়র সম্পাদক আরাধন সরকার। পরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক নাসরিন আক্তার, রুহেল আহমদ, আজাদ মিয়া ও আনোয়ারুল হক। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ইউপি সদস্য মেহেদি হাসান ডালিম, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, কবির আহমদ ও ফারুক আহমদ প্রমুখ।