কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে প্রাণ হারালো দুই চা শ্রমিক শিশুকন্যা। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ছড়ায় গোসল করতে নেমে শিশু দুটি নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলো মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকার শিবচরন উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুইজনই মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনাবাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুর মরদেহ ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যান। 

মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাধন বিকাশ চাকমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা যায়। খবরে পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাছারের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত শিশুগুলোর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। 

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ মিরতিংগা চা বাগান হাসপাতাল থেকে দুই শিশুর লাশ মঙ্গলবার রাত ১১টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।