করোনা মোকাবেলায় সবাইকেই সচেতন থাকতে হবে : জাহিদ মালেক

করোনা মোকাবেলায় সবাইকেই সচেতন থাকতে হবে : জাহিদ মালেক

রয়েল ভিউ ডেস্ক :
দেশ কিছুদিন ধরে দেশে করোনার প্রকোপ বেশ কমে আসলেও আবার তা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ আশঙ্কার কথা বলেন।

মন্ত্রীর ভাষ্য, পার্শ্ববর্তী দেশ ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, এ অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে।

করোনা নিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এতদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নেই বললেই চলে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা দেশের টার্গেট করা জনসংখ্যার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধুমাত্র যারা টিকা নিতে চায় না, তারাই টিকা নেয়া বাকি আছে। বাকি সবাইকেই আমরা টিকা দিয়েছি। সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে সক্ষম হয়েছি।’