করোনা: মৃত্যুহীন দিনে সিলেটে শনাক্ত ৮৪

করোনা: মৃত্যুহীন দিনে সিলেটে শনাক্ত ৮৪

রয়েল ভিউ রিপোর্ট::
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে আরও ৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (১৪ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫ হাজার ৬২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৫৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৪৮ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১০ জন, হবিগঞ্জ জলোর ৭ জন এবং মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছেন। এই সময়ে সিলেটে ৭১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে সিলেট জেলার ৬৫ জন এবং হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন। 

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৩২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৩১ জন রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ২৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৩২ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১ জন, হবিগঞ্জের হাসপাতালে ২ ও মৌলভীবাজারের হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন।