করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২৯

করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২৯

রয়েল ভিউ ডেস্ক:
বেশ কিছুদিন ধরেই করোনা শনাক্তের সংখ্যা হাজারের নিচে। তবে, গতকাল শনাক্তের সংখ্যা পাঁচশ'র নিচে নামলেও আবার তা বেড়েছে। গেল ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত।
গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৬টি ল্যাবে ২০ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৫২৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে দাঁড়াল। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ৮ জন। নতুন ৮ জনসহ দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৮৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৪০ শতাংশ। এছাড়া একদিনে ৩ হাজার ৩৪০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন নারী। বিভাগওয়ারী মৃতের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮ জনের মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া ২ জন চট্টগ্রাম বিভাগে এবং ২ জন খুলনা বিভাগের বাসিন্দা। বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়া ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬৮ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্তের খবর জানান হয়। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। সে হার আজ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৭৩৩ জনে। আর সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ১৬ হাজার ৭২১ জনে। বিপরীতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৪০৮ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।