করোনায় শনাক্ত ও মৃত্যু আবারও বাড়ছে

করোনায় শনাক্ত ও মৃত্যু আবারও বাড়ছে

রয়েল ভিউ ডেস্ক:
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬৭৩তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জন।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৯১ জন। শনাক্তের হার ছয় দশমিক ৭৮ শতাংশ। আগের দিন শনিবার শনাক্ত হয়েছিল এক হাজার ১১৬ জন।

গত ২৪ ঘণ্টায় সাত বিভাগে করোনায় কেউ মারা যায়নি, পাশাপাশি দেশের ৩৮ জেলায় নতুন আক্রান্ত নেই।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২১ হাজার ৯৮০টি পরীক্ষায় এক হাজার ৪৯১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৭৮ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮০ লাখ ৮৫ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৮৬ হাজার ৬১৪টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২১৭ জনসহ মোট ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত  তিনজনের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী।তাদের হাসপাতালে (সরকারি) মৃত্যু হয়েছে। তিনিসহ মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১০২ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।