করোনায় সিলেটে সর্বোচ্চ মৃত্যু আজ

করোনায় সিলেটে সর্বোচ্চ মৃত্যু আজ

রয়েল ভিউ ডেস্ক :
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (১৬ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা সিলেটে একদিনে সাতজনের মৃত্যুর এই খবর এলো।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে এটি সিলেটে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে বুধবার সকালে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক নুর-এ আলম শামীম বলেন, গত মার্চে সিলেট বিভাগে করোনায় একদিনে আটজন মারা গিয়েছিলেন। এটিই এখন পর্যন্ত এ বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ সাতজন মারা গেছেন। এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৪৪১ জন।

বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন সিলেট জেলার। তারা শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন। অন্য দুজন মৌলভীবাজারের। তারা জেলার সদর হাসপাতালে ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট বিভাগে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এর মধ্যে ৩৩ জন সিলেট জেলার, দুইজন সুনামগঞ্জ জেলায়, পাঁচজন হবিগঞ্জ জেলার ও ১২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৬ রোগীর করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বুধবার পর্যন্ত বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২২ হাজার ৩৬১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চার জেলায় এখন ২১৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।