কালের কণ্ঠের বর্ষপূর্তির এই   আয়োজন আমাদের জন্য শিক্ষণীয়

কালের কণ্ঠের বর্ষপূর্তির এই   আয়োজন আমাদের জন্য শিক্ষণীয়

সিলেটে কালের কণ্ঠের বর্ষপূর্তি উদযাপন

কালের কন্ঠের’র বর্ষপূর্তি অনুষ্ঠানকে অনন্য দৃষ্টান্ত আখ্যা দিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ব্যতিক্রমী একটি অনুষ্ঠান করল কালের কণ্ঠ। শিশু পরিবারের ছোট্টমণিদের নিয়ে এমন আয়োজনের পরিকল্পনা প্রশংসার দাবি রাখে। এটি আমাদের জন্য শিক্ষণীয়।’

মঙ্গলবার বিকেলে নগরের রায়নগর সরকারি শিশু পরিবারে মাঠে কালের কণ্ঠের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিসিক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সভাপতি মইন উদ্দিন মনজু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট নজরুল পরিষদের সদস্য সচিব ও কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি নীলাঞ্জন দাশ টুকু, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগরের উপতত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান আয়োজিত হলো। ছোট্টমণিদের নিয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারে আজকে তারা কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের যে আয়োজন করলেন তা প্রশংসার দাবি রাখে। আমি মনে করি কালের কণ্ঠের এ উদ্যোগ আমাদের একটা লেসন দিলো।’ সমাজের এই অংশের দিকে সবার নজর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমাজের এই অংশে যারা আছে তাদের প্রতি আমরা যেন এভাবে খেয়াল রাখি। ভবিষ্যতে কালের কণ্ঠের মতো অন্যান্য প্রতিষ্ঠান, সংগঠন, সামাজিক সংগঠনসহ সবাই যেন এটি অনুসরণ করি।’ তিনি নগরবাসীর পক্ষ থেকে শুভকামনা জানিয়ে বলেন, ‘কালের কণ্ঠ এগিয়ে যাক-নগরবাসীর পক্ষ থেকে তাদের জন্য শুভ কামনা।’ 
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, ‘কালের কণ্ঠের প্রতি আমার সবসময় ভালোবাসা দোয়া। আপনাদের কলম যেন সঠিক পথে সবসময় চলে সে দোয়া করি। বিদ্যানের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও মূল্যবান বলা হয়। আপনাদের সেই কলম দিয়ে আপনারা দেশের তৃণমূলের মানুষের খবর তুলে ধরা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা।’ তিনি কালের কন্ঠকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সমস্ত কালের কণ্ঠের সাংবাদিকসহ যারা আছেন তাদের আমার সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।’  
যাদের ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারি শিশু পরিবারে নানা বয়সের শিশু-কিশোরীরা দারুণ উপভোগ করে দিনটি। তাদের নিয়েই জন্মদিনের কেক কাটেন অতিথিরা। প্রত্যেকে হাতে রঙ বেরঙের বেলুন নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়। অতিথিরা তাদের কেক খাইয়ে দেন।
নিজের প্রতিক্রিয়ায় শিশু পরিবারের শিক্ষার্থী তাসলিমা বেগম বলেন, ‘আমরা খুব খুশি। একটা উৎসব উৎসব ছিল সারাদিন। আমরা আনন্দ করেছি।’
সন্ধ্যায় কালের কণ্ঠের কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন সুধীজনরা। তাদের মধ্যে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, মৃত্তিকায় মহাকালের প্রধান নির্বাহী সাইমুম আনজুম ইভান, গৌতম চৌধুরী, আলোকচিত্রি ধ্রুব ভট্টাচার্য্য প্রমুখ।