কৃষি পণ্য সংরক্ষণে সিলেটে  হিমাগার প্রতিষ্ঠার আহবান

কৃষি পণ্য সংরক্ষণে সিলেটে  হিমাগার প্রতিষ্ঠার আহবান

ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও পরিচালক ফখরুস সালেহীন নাহিয়ানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়াং এন্ট্রারপিউনারস অব সিলেট ফোরাম (ইয়েস) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস। গত বুধবার রাতে নগরীর অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ হাসান বলেন, সিলেটের কৃষকদের ফসলের গুণগতমান রক্ষা করে সঠিকভাবে সংরক্ষণের সুযোগ নেই। ফলে তারা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। সিলেট থেকে প্রতিদিন ২২টন পণ্য এক্সপোর্ট করার কথা থাকলেও আমরা তা পারছি না। কৃষকদের সুবিধা ও কৃষি পণ্যের রপ্তানী বাড়াতে সিলেটে একটি হিমাগার প্রতিষ্ঠার আহবান জানান তিনি। ইয়েস ফোরামের সভাপতি শাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ফাহিম আহমদ চৌধুরী ও মোস্তাফিজুর রহমান , সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী ও মো. শাহিদুর রহমান। অনুষ্ঠানে ইয়েস ফোরামের নতুন কমিটির পরিচিতি তুলে ধরেন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।

সিনিয়র সহ-সভাপতি ওবায়েদ চৌধুরী রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইয়েস ফোরামের উপদেষ্টা আব্দুল মুকিত অপি, সালেহীন মাহদি, রুম্মান চৌধুরী, সাবেক সভাপতি মাসুনন সাকিব, মো. কবির উদ্দিন, হাসান কবির, চেয়ারম্যান রায়হান উদ্দিন, ওসি আকতার হোসেন, ইয়েস ফোরামের ইরফান সালেহীন, তাকরিম সালেহীন, জুনেদ খান, সৈয়দ আব্দুর রাজ্জাক প্রমুখ।  মতবিনিময় সভায় ফালাহ উদ্দিন আলী আহমদ তরুণদের  দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। বিজ্ঞপ্তি