ক্ষমার চিঠি পাননি আ.লীগের ‘বিদ্রোহী’ ও ‘শৃঙ্খলা ভঙ্গকারী’ নেতারা

ক্ষমার চিঠি পাননি আ.লীগের ‘বিদ্রোহী’ ও ‘শৃঙ্খলা ভঙ্গকারী’ নেতারা

রয়েল ভিউ ডেস্ক:
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট করে ‘বিদ্রোহী’ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী শতাধিক নেতাকে ক্ষমা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের জাতীয় সম্মেলনের আগে সাংবাদিকদের এমনটাই জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে এখন পর্যন্ত ক্ষমাপ্রার্থী নেতারা দল থেকে ‘ক্ষমা করা হয়েছে’ এমন কোনো চিঠি পাননি। তাদেরকে দল থেকে ক্ষমার চিঠি দেওয়া হবে। তবে কবে নাগাদ এই চিঠি দেওয়া হবে তা জানা যায়নি।

গত ১৭ ডিসেম্বর রাতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা হয়। ওই সভা শেষে ওবায়দুল কাদের বলেছিলেন, দলে শৃঙ্খলা ভঙ্গ করেছে এমন শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ক্ষমা করেছেন। জাতীয় কমিটিতে সর্বসম্মতিক্রমে ক্ষমা করেছে।

বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে যারা ভোট করেছেন তারা দলে বিদ্রোহীর তকমা পান। এছাড়া বির্তকিত কর্মকাণ্ডে জড়িত এবং দল থেকে সাময়িক অব্যাহতি, শোকজ পান অনেক নেতা।

এমন শতাধিক নেতা ক্ষমা চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন।

এর মধ্যে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, জামালপুর-৪ আসন থেকে দুবারের জাতীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম উল্লেখযোগ্য।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় ‘শাস্তি পাওয়া’ শতাধিক নেতাকে ক্ষমা করা হয়। তবে এসব নেতারা এখনো দলের পক্ষ থেকে কোনো চিঠি পাননি। এখনো চিঠি না-পাওয়া নিয়ে তাদের কারো কারো মধ্যে সংশয়ও দেখা দিয়েছে।

ক্ষমা চেয়েছেন এমন একাধিক নেতার সঙ্গে কথা বলেছে গণ মাধ্যম। তারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করেছেন। তবে দলের পক্ষ থেকে এ নিয়ে কোনো চিঠি পাননি।

পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে গত বছরের ১২ সেপ্টেম্বর অব্যাহতি দেয়া হয়। তিনিও দলের সভাপতি শেখ হাসিনার কাছে ক্ষমার আবেদন করেছেন।

ঢাকা টাইমসকে পঙ্কজ দেবনাথ বলেন, ‘আমিও ক্ষমা চেয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন করেছি। ক্ষমা করা হয়েছে বলে শুনেছি। কিন্তু দলের পক্ষে থেকে কোনো চিঠি এখনো পাইনি।’

আওয়ামী লীগের এক শীর্ষ নেতা গণ মাধ্যমকে জানান, দল থেকে চিঠি দিয়ে জানানো না হলে বলা যাবে না কে ক্ষমা পেয়েছেন আর কে পাননি। কারণ, অনেকেই ক্ষমার আবেদন করেছেন। তাই চিঠি দিয়ে না জানালে সঠিকভাবে বলা যাবে না কে বা কারা ক্ষমা পেলেন।

তবে দলের পক্ষ থেকে ক্ষমার আবেদনকারীদের চিঠি দিয়ে জানানো হবে বলে গণ মাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুযা। তবে কবে নাগাদ সেই চিঠি দেওয়া হবে সে বিষয়টি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতে পারবেন বলে তিনি জানান।