কুসিকে পাঁচ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ

কুসিকে পাঁচ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ

রয়েল ভিউ ডেস্ক:
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতসহ পাঁচ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

বৈধতা পাওয়া মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম, নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।

অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরানের (স্বতন্ত্র) মনোনয়নপত্র দুপুরে পুণরায় যাচাই করা হবে মর্মে স্থগিত রাখা হয়েছে।

গত ১৭ মে ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ৬ মেয়র প্রার্থীসহ সর্বমোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাকিদের মধ্যে ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের তাদের মনোনয়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট সঠিক সময়ে আবেদন করতে হবে। সময়ের বাইরে কেউ আপিল করলে লাভ হবে না।

বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে। যাচাই বাছাইয়ের সময় প্রার্থী নিজে, তার প্রস্তাবকারী এবং সমর্থনকারী কিংবা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।