খায়রুজ্জামানের ফেরানো ঠেকাতে তৎপর স্ত্রী

খায়রুজ্জামানের ফেরানো ঠেকাতে তৎপর স্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশের সাবেক হাইকমিশনার, জেল হত্যা মামলার সন্দেহভাজন এম খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ঠেকাতে তৎপর হয়েছেন তার স্ত্রী রিটা রহমান। ইতোমধ্যে তার নিয়োগ করা আইনজীবী আবতার সিংহ ঢালিওয়াল মালয়েশিয়া সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছেন।

এ বিষয়ে এক ই-মেইলের উত্তরে ঢালিওয়াল বলেছেন, ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় কুয়ালালামপুর হাইকোর্টে আবেদন করবেন তারা।

ঢালিওয়াল বলেন, আমরা তাকে আদালতে হাজিরের জন্য কুয়ালালামপুরের হাইকোর্টে আবেদন করার প্রক্রিয়ার মধ্যে আছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ অভিবাসন বিভাগের প্রত্যর্পণ আদেশে অন্তবর্তী স্থগিতাদেশ এবং অনতিবিলম্বে আমাদের মক্কেলের মুক্তি চেয়েছি। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে শুনানির তারিখ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন এ আইনজীবী।

গত বুধবার মালয়েশিয়ার আমপাং, সেলাঙ্গর এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে খায়রুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদিন বৃহস্পতিবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টারকে বলেন, একটি অভিযোগ থাকায় খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তার দেশের একটি অনুরোধ রয়েছে।

এক যুগেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করা অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৫ সালে কারাগারে চার জাতীয় নেতাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। চারদলীয় জোট সরকারের সময় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়া সাবেক এ সেনা কর্মকর্তাকে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাইকমিশনার করে মালয়েশিয়ায় পাঠানো হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় তাকে বিচারের মুখোমুখি হতে দেশে ফিরতে বলা হয়েছিল। কিন্তু বিপদ বুঝে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে সেখানেই থেকে যান।

খায়রুজ্জামানকে গ্রেপ্তারের খবর আসার পর বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, অভিবাসন আইন ভাঙায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো প্রবাসীর এমন অপরাধ পেলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে সরকার তাকে ফেরত আনবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডিপোর্টেশন সেন্টারে খায়রুজ্জামান বন্দি আছেন বলে সে দেশের সরকারের বরাতে জানান প্রতিমন্ত্রী।

তবে গতকাল খায়রুজ্জামানের আইনজীবী ঢালিওয়াল বলেন, তারা এখনো জানেন না খায়রুজ্জামান কোথায় কী অবস্থায় আছেন। খবর বিডিনিউজ