গাছবাড়ি হুজুরের মৃত্যুতে কানাইঘাটে শোকের ছায়া

গাছবাড়ি হুজুরের মৃত্যুতে কানাইঘাটে শোকের ছায়া


কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা: কানাইঘাটের কৃতিসন্তান বিশিষ্ট আলেমেদীন সিলেট শাহজালাল জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস ও মুহতামিম সিলেটের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের ইন্তেকালে তাঁর জন্মভূমি কানাইঘাটের সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক মহল, উলামা মাশায়িক, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন শোক প্রকাশ করেছেন। তাঁর গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফখরচটি গ্রামে। 
এদিকে, মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ বিন ইদ্রিস, নায়েবে মুহতামিম মাওলানা আলিম উদ্দিন (দুলর্ভপুরী), সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সুরইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, ঝিঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির হুজুর ছিলেন একজন দেশ সেরা আলেম। তাঁর মৃত্যুতে কানাইঘাটবাসী একজন প্রকৃত আলেমকে হারালো। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।