গাজায় গণহত্যা বন্ধে দুর্নীতি মুক্তকরণ  বাংলাদেশ ফোরামের বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধে দুর্নীতি মুক্তকরণ  বাংলাদেশ ফোরামের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বধুবার বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুনিয়া-আখেরাত পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মখলিছুর রহমান, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সেক্টর কমান্ডার্স ফোরাম সিলেটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, গণসংগঠক সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, ফোরামের প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সহ দপ্তর সম্পাদক এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভাট্টাচার্য্য, কয়েছ আহমদ সাগর, সাংবাদিক শহীদ আহমদ খান, কেন্দ্রীয় সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সিলেট অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির লিমিটেডের সেক্রেটারী জেনারেল মোঃ খোকন ইসলাম, হকার্স নেতা শাহজাহান আহমদ, প্রিয়ার হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, রতন তালুকদার, লিটন ভৌমিক, সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের আব্দুস সালাম, আম্বরখানা-সালুটিকর অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুল আহমদ, শিবলী আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আমিরুল হোসেন চৌধুরী আমনু। 

বক্তারা বলেন, ইসরায়েলি এই বর্বরতা থেকে হাসপাতাল, গণমাধ্যম, মসজিদ কিছুই রেহাই পাচ্ছে না। মাসুম শিশু, বয়স্ক নর-নারীদের অসহায়ত্বের চিত্রগুলো সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে যেভাবে ফুটে উঠছে তা শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ব্যথিত করছে। বিজ্ঞপ্তি