গুণিজনদের সম্মাননা জানালো  বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ

গুণিজনদের সম্মাননা জানালো  বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান গত শুক্রবার মৌলভীবাজার কমলগঞ্জস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বামসাস কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও দৈনিক প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি কবি আকমল হোসেন নিপু। সংগঠন সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর এবং কবি অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় বিকেলে অনুষ্ঠিত গুণিজন সম্মাননা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে সূচনা বক্তব্য রাখেন বামসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি গবেষক কবি এ কে শেরাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রত্যেক মানুষ তার স্ব স্ব অবস্থান থেকে নিজ জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু করা তার নৈতিক দায়িত্ব। যারা সে দায়িত্ব পালন করছেন , সে সকল গুণি মানুষকেও সম্মাননা জানানো আমাদের কর্তব্য। 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১১ মে প্রতিষ্ঠিত বাংলাদেশে মণিপুরীদের সাহিত্য সংগঠন বামসাস ১৯৭৯ সাল থেকে শিল্প-সংস্কৃতি ও সমাজের উন্নয়নে অবদান রাখা মণিপুরী জনগোষ্ঠীর ৫৮জন গুণিকে সম্মাননা জানিয়েছে। তারই ধারাবাহিকতায় এবছর ১১জন জনপ্রতিনিধিকে সম্মাননা জানানো হলো।
এবছর যাদের সম্মাননা জানানো হলো তারা হলেন- জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সিলেট গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সদস্য পদ্মা দেবী, কমলগঞ্জ আদমপুর ইউনিয়নের সদস্য মো জুমের আলী, মো হেলাল উদ্দিন, মো কামরুজ্জামান, গুলনাহার বেগম বেণী, জরিনা বেগম, ইসলামপুর ইউনিয়নের মো ফজলুর রহমান, হাজিরা পারভীন এবং আলীনগর ইউনিয়নের সত্যজিৎ সিংহ। 
সম্মানিত অতিথি ও গুণিজনদের বরণ করেন কে এইচ সমেন্দ্র সিংহ এবং হামোম প্রবিত। অনুষ্ঠান উপলক্ষে বামসাসের প্রকাশনা মৈরা’র ৬২তম সংখ্যা প্রকাশ করা হয়। 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এল জয়ন্ত কুমার সিংহ, লেখক আব্দুস সামাদ, এল প্রশান্ত কুমার সিংহ, এল ইবুংহাল সিংহ শ্যামল, কবি অহৈবম রনজিৎ সিংহ, কবি সাজ্জাদুল হক স্বপন প্রমুখ। বিজ্ঞপ্তি