গণমিছিল করে কি পেলো বিএনপি?

গণমিছিল করে কি পেলো বিএনপি?

রয়েল ভিউ ডেস্ক:
টানা ১৪ বছর ধরে ক্ষমতার বাহিরে থাকা বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে বেশ নাজুক অবস্থায় রয়েছে। ফলে কোনো বড় ধরণের আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়নি দলটি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ ইত্যাদি ইস্যুতে বিএনপি বিভাগীয় সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছিলো। সেই কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি ১০ ডিসেম্বর নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি চাঞ্চল্যের সৃষ্টি করে।

১০ ডিসেম্বর কি করবে বিএনপি, এই নিয়ে অনেক জল্পনা-কল্পনাও শুরু হয়। কিন্তু অবশেষে দেখা গেলো ১০ ডিসেম্বরে কিছুই করতে পারেনি বিএনপি। রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি ১০ দফা দাবি উত্থাপন করে। সেখানে বিএনপির সাংসদদের পদত্যাগের ঘোষণা ছাড়া আর বলার মত তেমন কিছুই ঘটেনি। ফলে বিএনপির এই কর্মসূচির করে কি পেলো, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দেয়। ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হন। বিএনপি নেতা আমান ছাড়া আর কেউই জামিন পাননি। ফলে ১০ ডিসেম্বরকে ঘিরে বিএনপির লাভ নয় বরং ক্ষতি হয়েছে বলেই মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

এরপর বিএনপি ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু কেন্দ্রীয় অনেক নেতা কারান্তরীন থাকার কারণে এই কর্মসূচি নিয়ে অনেক নেতাকর্মী আপত্তি প্রকাশ করে। এর ফলে বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ বিরোধের কথা শোনা যায় সেটিও স্পষ্ট হয়ে ওঠে। এদিকে বিএনপির এই কর্মসূচিতে বিএনপির সঙ্গে যোগ দেয় জামায়াত ইসলামও। রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আর এর মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের যে গোপন সম্পর্ক ছিলো, লুকোচুরি ছিলো সেটি অনেকটাই স্পষ্ট হলো। এতে বিএনপি আরও আন্তর্জাতিকভাবে চাপের মধ্যে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে এই গণমিছিল কর্মসূচি থেকে বিএনপির লাভের চেয়ে বরং ক্ষতি হয়েছে বলেই মনে করছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।