গরম পানিতে স্ত্রীকে ঝলসে দিল স্বামী

গরম পানিতে স্ত্রীকে ঝলসে দিল স্বামী

রয়েল ভিউ ডেস্ক:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বামী ইছহাক আলীর বিরুদ্ধে স্ত্রীকে গরম পানি দিয়ে ঝলসানোর অভিযোগ উঠেছে।  ওই নারী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ওই নারীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামাতাসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। পরে অভিযুক্ত স্বামীকে অভিযান চালিয়ে আটক করে আজ  মঙ্গলবার (২৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর এলাকায় ২৫ বছর আগে ইসহাক আলীর সঙ্গে  বিয়ে হয় রাজিয়া সুলতানার। বিয়ের পর থেকেই স্বামী ইসহাক আলী বিভিন্ন কারণে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করত।

রবিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় স্বামী ইছহাক আলী ক্ষিপ্ত হয়ে চুলার ওপর থাকা গরম পানি রাজিয়ার শরীরে ঢেলে দেয়। এতে সুলতানা রাজিয়ার শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গরম পানি দিয়ে ঝলসানোর ঘটনায় ওই নারীর বাবা তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই রাতেই অভিযান চালিয়ে মামলার মূল আসামিকে গ্রেপ্তার করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা এখনো চলছে।