গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় ১ জনের মৃত্যু

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় ১ জনের মৃত্যু

গোলাপগঞ্জ সংবাদদাতাঃ 
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় ১ জনের মৃত্যুসহ আহত হয়েছে আরো ১ জন। নিহত আবু সুফিয়ান (২৭) পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তছন আলী পুত্র । দীর্ঘ ২ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি গতকাল বুধবার সকালে মারা যান। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম। 

জানা যায়, চলতি বছরের (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে গোলাপগঞ্জ  পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে ফুটবল খেলায় পরাজিত পক্ষ বিজয়ী পক্ষের উপর হামলা চালায়। এ সময় খেলা দেখতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ রাতেই তিনি মৃত্যু বরণ করেন। এঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছিলেন। প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আবু সুফিয়ানও মৃত্যু বরণ করেন।

এদিকে এঘটনায় নিহত তারিফুর রহমানের  বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নামোল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং: ১৫ তাং ২০/২/২২) দায়ের করেন। মামলার পর পুলিশ চার জনকে গ্রেফতার করলেও ঘটনার সাথে জড়িত মূল আসামিরা এখনো পলাতক রয়েছে।