গোয়াইনঘাটে আগাছা নাশক দিয়ে  নাগা মরিচের চারা ও ধানক্ষেত ধ্বংস 

গোয়াইনঘাটে আগাছা নাশক দিয়ে  নাগা মরিচের চারা ও ধানক্ষেত ধ্বংস 

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: এ কেমন বর্বরতা। আগাছা নাশক দিয়ে ১০ জন কৃষকের নাগা মরিচের চারা ও ধানক্ষেত ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর এলাকায়। গত বুধবার বা বৃহস্পতিবার গভীর রাতে যে কোন সময় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুন নূর বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


 শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুন নূর, আবুল হাসনাত, নিপন দাশ, আব্দুল হান্নান, ফয়সাল আহমদ, বাশির উদ্দিন ও আব্দুল আহাদের ৬ বীটে প্রায় ১৫ হাজার নাগা মরিচের চারা গাছে আগাছানাশক স্প্রে করে চারা গাছ ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অপরদিকে, একই গ্রামের আব্দুল হাশিম ও সানি আহমদের এক বিঘা আমন ক্ষেত আগাছা নাশক স্প্রে দিয়ে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, প্রতি বছর একজন কৃষক এক হাজার নাগা মরিচের চারা রোপণ করে ৬-৭ লাখ টাকা উপার্জন করেন। এতে ১৫ হাজার চারা নষ্ট হওয়ায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। খবর পেয়ে দতকাল শুক্রবার সকালে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মন্তজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। 


অপরদিকে, এসআই আক্তার হোসেন  শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।