গোয়াইনঘাটে কৃষকের   ধান কেটে দিল ছাত্রলীগ

গোয়াইনঘাটে কৃষকের   ধান কেটে দিল ছাত্রলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে একজন দরিদ্র কৃষকের পাকা ধান কেঁটে বাড়ি পৌঁছে দিয়েছেন নেতা-কর্মীরা। এ সময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গোয়াইনঘাট উপজেলা ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরাও ধান কাটায় অংশগ্রহণ করেন। 
বিগত করোনাকালীন সময় থেকেই মূলত ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। করোনার সময় তীব্র শ্রমিক সংকট দেখা দেয়ায় কৃষকরা যখন তাদের ধান ঘরে তুলতে পারছিলেননা, সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সমগ্র বাংলাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এ বছরও কেন্দ্রীয় ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ধান কাটা কর্মসূচী ঘোষণা করে। এর অংশ হিসেবেই সিলেট জেলা ছাত্রলীগ এই উদ্যোগ গ্রহণ করে।
জেলা ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের আওতাধীন সকল উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।-বিজ্ঞপ্তি