গোয়াইনঘাটে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা শুরু

গোয়াইনঘাটে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা শুরু

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে দু’দিনের এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন গণিত বিষয়ের পরীক্ষায় এক হাজার ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০২৯ জন।

আজ শনিবার সকালে ও বিকালে ইংরেজি ও বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে, প্রথমদিনের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা রানী পাল, গোয়াইনঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কোমল উদ্দিন, বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শুকুর, ব্যবসায়ী মাহবুব খান, হেলাল উদ্দিন ও হাবিবুর রহমান প্রমুখ।