গোয়াইনঘাটে ৩৯টি মন্ডপে  উদযাপিত হচ্ছে দুর্গাপূজা

গোয়াইনঘাটে ৩৯টি মন্ডপে  উদযাপিত হচ্ছে দুর্গাপূজা

গোয়াইনঘাট(সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ৩৯টি মন্ডপে চন্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে গোয়াইনঘাট উপজেলায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এভাবে উৎসব চলবে আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত। গত শুক্রবার রাত থেকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট শাখার সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা, সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস, দেবব্রত ভট্টাচার্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী গোয়াইনঘাট  উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন।

পরিদর্শনকালে ইউএনও তাহমিলুর রহমান মন্দির কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গোয়াইনঘাট উপজেলা সদরে অবস্থিত গোয়াইনঘাট  শিবমন্দির থেকে পরিদর্শন শুরু করে নন্দিরগাঁও ইউনিয়নের জলুরমুখ পুজামান্ডপ, দারিরপার, মিত্রিমহল, নওয়াগাঁও, মানাউরা,তোয়াকুল ইউনিয়নের শাহপুর পূজা মান্ডপসহ উপজেলায় অনুষ্ঠিত ৩৮ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম। এ বছর পূজাকে ঘিরে এরই মধ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার-ভিডিপির মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের সতর্ক পাহারা। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত করা হয়েছে।