গোয়াইনঘাটকে পর্যটন  উপজেলা ঘোষণার দাবী

গোয়াইনঘাটকে পর্যটন  উপজেলা ঘোষণার দাবী

গোয়াইনঘাট উন্নয়ন ফোরাম আয়োজিত “গোয়াইনঘাট উপজেলা উন্নয়ন ভাবনা” শীর্ষক আলোচনা ও  ইফতার মাহফিলে বক্তারা অবিলম্বে পিয়াইন নদী খনন এবং গোয়াইনঘাটকে পর্যটন উপজেলা ঘোষণার দাবি জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতি উল্যাহ।

গত বুধবার সিলেট নগরীতে আয়োজিত গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কৃষি কর্মকর্তা সমাজসেবী আলহাজ্ব সাইদুর রহমান।

সভায় আলোচনায় অংশ নেন, ভূমি সহকারী কর্মকর্তা এস এম বুরহান উদ্দিন, ইঞ্জিনিয়ার মাসুম আহমেদ,  প্রভাষক লুৎফুর রহমান, মাস্টার বুরহান উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ইসমাইল আলী, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ সভাপতি সাংবাদিক এম এ রহীম, সাংবাদিক আমির উদ্দিন, শিক্ষক আহমেদ আল মাসুদ, ব্যাংক কর্মকর্তা মামুনুর রশীদ, সাংবাদিক কাওছার রাহাত, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমেদ, সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন বাবুল, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, গিয়াস উদ্দিন, বহর আলোর দিশারি তরুণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, উন্নয়ন ফোরামের প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক আলিম উদ্দিন, ব্যবসায়ী হেলাল আহমেদ, জসিম উদ্দিন, তৈয়বুর রহমান, সেলিম মিয়া, শাহাবুদ্দীন, মোত্তাক আহমেদ, মামুন আহমেদ প্রমুখ। 
সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল বিন সিরাজ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হেলাল উদ্দিন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত শিল্পী নোমান আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি