ঘূর্ণিঝড় 'অশনি' নিয়ে এখনও শঙ্কা নেই বাংলাদেশে

ঘূর্ণিঝড় 'অশনি' নিয়ে এখনও শঙ্কা নেই বাংলাদেশে

রয়েল ভিউ ডেস্ক:
ঘূর্ণিঝড় 'অশনি' নিয়ে এখনও শঙ্কা নেই বাংলাদেশে। আজ আঘাত হানতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশে। জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অশনি উত্তর-পশ্চিম দিকে সাত থেকে আট কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে।

অশনির ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ও মোংলা  ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এরআগে,  আবহাওয়া অফিস বলছে, এখনও বাংলাদেশের সীমানা থেকে বেশ দূরে অবস্থান করছে অশনি।

তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে অশনি তার গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশে আঘাত হানার শঙ্কা খুব কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অশনির প্রভাবে সোমবার সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে।

রাতে আবহাওয়ার গুমোট ভাব থাকলেও মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের চার সমুদ্রবন্দরকেও সতর্ক থাকতে বলা হয়েছে ।