ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিলেটে থেমে থেমে বৃষ্টি

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিলেটে থেমে থেমে বৃষ্টি

রয়েল ভিউ ডেস্ক:
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকেও হালকা বৃষ্টি ও মাঝে মাঝে দমকা হাওয়া বইতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। তবে বাংলাদেশ উপকূলে এ ঝড়ের আঘাত হানার আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে অশনি শেষপর্যন্ত হয় সাধারণ ঘূর্ণিঝড় হবে বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। এছাড়া প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১০ মে) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।