চেতনা যুব পরিষদের  উদ্যোগে বৃক্ষরোপণ

চেতনা যুব পরিষদের  উদ্যোগে বৃক্ষরোপণ

“কাটা হচ্ছে গাছ, ধ্বংস করা হচ্ছে বন, অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। এমনই এক পরিস্থিতি যখন ভাবিয়ে তুলছে বিবেকবানদের। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভা বাড়ায় না, মাটির ক্ষয়রোধ করে তাই, পরিবেশের ভারসাম্য রক্ষা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”  

গতকাল সোমবার চেতনা যুব পরিষদের উদ্যোগে শাহপরাণ বাইপাস মোয়াজ বিন জাবল (রা) কুরআনিক ইন্সটিটিউট এর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
চেতনা যুব পরিষদের সহ-সভাপতি আব্দুল হাসিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জুলকার নায়েন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সমাজসেবী জুলকার নায়েন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচএম কাওছারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ছয়ফুল করিম চৌধুরী, উপদেষ্টা আমিরিকার প্রবাসী মুক্তা আহমদ, কবি কামাল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি