চাতলে প্রাণিসম্পদের ফ্রী ভেটেরিনারী ক্যাম্পিং

চাতলে প্রাণিসম্পদের ফ্রী ভেটেরিনারী ক্যাম্পিং

‘রোগের আগে রোগ প্রতিরোধে টিকা প্রদান করি সিডিউল মেনে’ এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের চাতল গ্রামে সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ফ্রী ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওই ক্যাম্পে ৫০০ টি গবাদিপশুকে এল. এস. ডি টিকা এবং ১০০০ টি হাঁস মুরগিকে রানীক্ষেত ও ডাকপ্লেগ টিকা দেওয়া হয়েছে। এছাড়া, চৌধুরী ঔষধালয়ের প্রোপাইটর সজল কান্তি করের সহয়তায় ৩০০টি গবাদিপশুকে কৃমিনাশক ও ২০০টি হাস-মুরগীকে ভিটামিন প্রিমিক্স বিতরণ করা হয়েছে। পরে রুস্তমের বাড়িতে দুলাল মিয়ার সার্বিক সহায়তায় রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর একটি উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। বৈঠকে ৫০জন খামারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাম্প ও উঠান বৈঠকের মনিটরিং এর দায়িত্বে ছিলেন প্রাণি অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মো. শাহজাহান মিয়া, এস.এ.এল.ও রতন চন্দ্র মন্ডল ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শামীম আহমদ। গবাদিপশু ও হাসমুরগির টিকাদান কার্যক্রম সম্পাদন করেন অফিস সিল ও এল.এস.পি রবি, বিনয়, আফরোজ, আলী রাজা ও সনদ।-বিজ্ঞপ্তি