চীনের উইঘরে মুসলিমদের ওপর  অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

চীনের উইঘরে মুসলিমদের ওপর  অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

রয়েল ভিউ ডেস্ক:  চীনের জিনজিয়াং প্রদেশে উইঘরে মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা, আটক, জাতিগত নিধন ও অত্যাচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার উইঘরে মুসলিমদের গণহত্যা (উইকমিরি ম্যসাকার) দিবস উপলক্ষে মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট এর ব্যানারে নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জামেয়া দারুর রাশাদ সিলেট এর প্রিন্সিপাল মাওলানা কায়ছান মাহমুদ আকবরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাবাদী। এছাড়া, মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, মাদরাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা, অবিলম্বে চীনের হাতে আটক দশ লাখ উইঘর পুরুষকে বন্দিশালা থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান। চীনের উইঘর মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করে স্বাধীনভাবে বেঁচে থাকার পথ তৈরি করে দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি