চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 

রয়েল ভিউ ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে বাংলাদেশ যুব দল। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

স্কোর বোর্ডে ৮ রান জমা করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ১৩.৩ ওভারে দলীয় ২৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন আশিকুর রহমান। ১৬.৩ ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন আইচ মোল্লা। 

রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ যুব দল। 

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের বাসেটে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মো.ফাহিম, আব্দুল্লাহ আল মামুন, এসএম মেহেরাব, আশিকুর রহমান, রাকিবুল হাসান, নাইমুর রহমান ও রিপন মন্ডল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম প্রেস্ট, জেমস রিউ, উইলিয়াম লুক্সটন, জর্জ বেল, অ্যালেক্স হর্টন, জেমস সেলস, টমাস অ্যাসপিনওয়াল, ফতেহ সিং ও জোশুয়া বয়েডেন।

আগামী ২০ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা। ২২ জানুয়ারি আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগার যুবারা।